রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্বস্তির বৃষ্টি

গেলো কয়েকদিনের ভ্যাপসা গরম আর তীব্র তাপপ্রবাহের দাপটের পর রাজধানীতে আজ সকালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। সেইসঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এরপর পৌনে ৭টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রপাত। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।

আবহাওয়া অফিস থেকে জানা যায়, দেশের আটটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। এক্ষেত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে গিয়ে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।