রাজধানীতে নারীর মাটিচাপা লাশ

মাটিচাপা লাশ

রাজধানীর খিলক্ষেত এলাকায় উড়াল সড়কের পাশে এক নারীর অর্ধেক মাটিচাপা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।

শনিবার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

জাতীয় পরিচয়পত্রের তথ্যানুযায়ী, ওই নারীর নাম শারমিন বেগম (৩৮)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। তার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ধারণা শারমিনকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।

পুলিশ আরও জানায়, শারমিনের আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।  কারা তাকে হত্যা করেছে, উড়াল সড়কের পাশে তার লাশ কীভাবে এলো— এ সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।