রুশ আগ্রাসনে ৩ হাজার সেনা নিহত : ভলোদিমির জেলেনস্কি

দেশ সমাচার ডেস্ক : রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত তিন হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে বলে দাবি করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ১০ হাজার জনের মতো আহত হয়েছেন।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আগ্রাসনে এ পর্যন্ত আড়াই থেকে তিন হাজারের মতো ইউক্রেনীয় সন্য মারা গেছে। এছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক হামলার হুমকির বিষয়েও সতর্ক করেন।

এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন এক হাজার ৩০০ সেনা মারা যাওয়ার কথা। তবে গেলোবারের মতো এবারও তিনি এর চেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর একের পর এক মৃতদেহের সন্ধান পাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।