দুই বছর পর পহেলা বৈশাখের আয়োজন

পহেলা বৈশাখের আয়োজন

করোনা সংকটের কারণে গত দুই বছর পহেলা বৈশাখ উপলক্ষে কোনো আয়োজন ছিল না। রমনা বটমূলেও কোনো আয়োজন ছিল না ছায়ানটের। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এবার বর্ষবরণের উৎসব ফিরেছে সেই পুরনো আমেজে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রমনা বটমূলে ছায়ানটের আয়োজন, আর চারুকলার শোভাযাত্রার দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বাংলা বছর।

আজ (১৪ এপ্রিল) সকাল ৬টার পর বেহালা, সেতার, বাঁশি ও এসরাজসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’ গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪২৯–কে স্বাগত জানান।

এবারের মূল প্রতিপাদ্য- ‘নব আনন্দে জাগো’। দুই বছর বিরতির পর রমনা বটমূলের আয়োজনে হাজির হয়েছেন সংস্কৃতিপ্রাণ মানুষ। ভোর থেকেই তারা ক্রমশ জড়ো হতে থাকেন রমনার বটমূলে। এদিকে রমনা বটমূলের আয়োজনকে ঘিরে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।