মূল্য সূচক যেন লাগামহীন পাগলা ঘোড়া

কমেছে লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার মূল্য সূচক যেন লাগামহীন পাগলা ঘোড়ায় রুপ নিয়েছে। মূল্য সূচকের পতনে বিনিয়োগকারীদের মনে স্বস্তিতো নেই বরং টাকার অংকে লেনদেনের চিত্র দেখে নতুন করে ভাবাচ্ছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের।

এমন পরিস্থিতিতে আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এছাড়া বেলা ১১টা ৪২ মিনিটি পর্যন্ত ডিএসইতে ২২৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক পতনে লেনদেন চলছে। এদিন সিএসইতে ২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।