শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

গেইনারের শীর্ষে

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের পঞ্চম কর্মদিবস বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ৩২ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এতে করে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : সাফকো স্পিনিংয়ের ৩.৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৫৩ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইলের ৩.১৩ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ৩.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৪৩ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ২.৩৭ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.২৫ শতাংশ, সাবমেরিন ক্যাবলসের ২.১০ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ২.০৩ শতাংশ দর বেড়েছে।