সূচকের পতনে চলছে লেনদেন

কোটি টাকা গায়েব

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৭৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬২৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। এদিন সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।