শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৩টির শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মাইড্যাস ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে মাইড্যাস ফাইন্যান্সের দর ছিল ১৫ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ৭০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ২ শতাংশ দর কমেছে। এতে করে মাইড্যাস ফাইন্যান্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : রহিমা ফুডের ১.৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ১.৯৯ শতাংশ, ন্যাশনাল টির ১.৯৯ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, বিডি থাই ফুডের ১.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ১.৯৯ শতাংশ দর কমেছে।