সূচকের নিন্মমুখী প্রবনতায় চলছে লেনদেন

শেয়ারবাজার পতন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার মূল্য সূচকের নিন্মমুখী প্রবনতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ বেলা ১১টা ৩৩ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৮৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৭১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। এদিন সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৩ কোটি ৪০ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।