জাতীয় সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

নিত্যপণ্যের দাম নিয়ে জাতীয় সংসদে তোপের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে বাণিজ্য সংগঠন বিল পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলীয় সাংসদরা ক্ষোভ প্রকাশ করেন।

সংসদ সদস্যরা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের সহযোগিতা ছাড়া সিন্ডিকেট মূল্যবৃদ্ধি করতে পারে না।

বিলের ওপর আলোচনাকালে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য- কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারী, ফখরুল ইমাম ও রওশন আরা মান্নান। ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা ও হারুনুর রশীদ। এছাড়াও গণফোরামের মোকাব্বির খানও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।

বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, যুদ্ধের কারণে ভোজ্যতেলের দাম বেড়েছে, এটা তিনি কখনো বলেননি।

প্রতি মাসে তেলের দাম নির্ধারণ করা হয়। এখন বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। সরকার কোথাও ব্যবসা নিয়ন্ত্রণ করে না। ব্যবসায়ীদের সহায়তা করে। যে কেউ চাইলে তেল আমদানি করতে পারে। সরকার সিন্ডিকেট করে এটা ভাবার কোনো কারণ নেই।