ব্লকে ফরচুন সুজের নেতৃত্বে লেনদেন

ব্লকে তিন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪২ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে ফরচুন সুজের নেতৃত্বে লেনদেন হয়েছে। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ টাকার। শেয়ারবাজার বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের আলোচিত এক বিনিয়োগকারী প্রতিদিনই ব্লক মার্কেটে তার নিয়ন্ত্রণে থাকা কয়েকটি শেয়ারের লেনদেনে চমক দেখাচ্ছেন।

যাতে বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ারে আগ্রহী হয়ে উঠে। কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজ, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস অন্যতম। এসব শেয়ারের ব্লক মার্কেটে বিশাল লেনদেনের পেছনে অন্য কোন কারণ নেই।