স্মার্ট একাডেমীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচী

স্মার্ট একাডেমীতে

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষামূলক প্রতিষ্ঠান স্মার্ট একাডেমীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচী পালিত হয়েছে। দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট একাডেমী।

শুক্রবার (১ এপ্রলি, ২০২২) সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। সকাল ১০ টায় শুরু হওয়া এই র্কমসূচি চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মোট ৪১৪ জন নিবন্ধিত ব্যক্তি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজনে স্মার্ট টেকনোলজির সাথে আরও যোগ দেয় জাপানের শিল্পগোষ্ঠী সনি করপোরশেনের অঙ্গ প্রতিষ্ঠান সনি এবং দেশ-বিদেশে যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই মেডিকেল। এছাড়াও অনুষ্ঠানের অংশীদার ছিলো সন্ধানী বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচীতে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্য়য় সুবিধা দেয়া হয়। এছাড়াও ডায়াবেটিক রোগীরা সাশ্রয়ী দামে জাপানের নিপ্রো ব্যান্ডের অত্যাধুনিক গ্লুকোমিটার গ্লুকোমিটার কিনেন।