বিদায় সপ্তাহে ব্লক মার্কেটে ১২ কোম্পানির বড় লেনদেন

লেনদেনে অংশ

বিদায়ী সপ্তাহে (২৭-৩১ মার্চ, ২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১২ টি কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৮১ লাখ ৯৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, রেনাটা লিমিটেড, প্রাইম ইনসুরেন্স, সোনালী পেপার, ইবনেসিনা ফার্মা, জিবিবি পাওয়ার, কাট্টালি টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং সাউথইস্ট ব্যাংক

কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬১ কোটি ৯০ লাখ ২৬ হাজার টাকার,

ফরচুন সুজের ৪৯ কোটি ৮০ লাখ ৭৬ হাজার টাকার,

জেনেক্স ইনফোসিসের ৪৫ কোটি ১ হাজার টাকার,

রেনাটা লিমিটেডের ১৭ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার টাকার,

প্রাইম ইন্সুরেন্সের ১৬ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার,

সোনালী পেপারের ১৬ কোটি ১৩ লাখ ৯৪ হাজার টাকার,

ইবনেসিনা ফার্মার ১১ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকার,

জিবিবি পাওয়ারের ৯ কোটি ৯৯ লাখ ১৪ হাজার টাকার,

কাট্টালি টেক্সটাইলের ৮ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকার,

আলহাজ্ব টেক্সটাইলের ৬ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার,

রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার এবং সাউথইস্ট ব্যাংকের ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।