ডিএসইতে ৭৮২ কোটি টাকা লেনদেন বেড়েছে

লেনদেন বহাল

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে ৭৮২ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৮২ কোটি ১৫ লাখ ২ হাজার টাকার বা ২০ দশমিক ০৫ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়েছে। বর্তমানে  ৬ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে সূচক।

এদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব বিরাজ করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১৫২ কোটি ১৪ লাখ ১ হাজার ৫৭৪ টাকা বা দশমিক ২১ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার টাকায়।