ক্রেডিট রেটিং সম্পন্ন ৩ কোম্পানির

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো : ভিএফএস থ্রেড ডাইং, সায়হাম কটন এবং আফতাব অটোমোবাইলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোবাইলস ও সায়হাম কটনের ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

কোম্পানি তিনটির মধ্যে ভিএফএস থ্রেড ডাইংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আফতাব অটোমোবাইলসের রেটিং হয়েছে ‘এ১’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

সায়হাম কটনের রেটিং হয়েছে ‘এ১’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর এবং ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংক লাইবেলিটি পজিশন অনুসারে এই রেটিং নির্ণয় করা হয়েছে।