ব্লক মার্কেটে চার কোম্পানির নেতৃত্ব

ব্লকে তিন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪২ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে চার কোম্পানির নেতৃত্বে বিশাল লেনদেন হয়েছে। এই চার কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৫১ লাখ টাকার। শেয়ার লেনদেনের শীর্ষে রয়েছে জিবিবি পাওয়ার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে কাট্টলি টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকার।