শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নর্দার্ন জুটের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে নর্দার্ন জুটের ক্লোজিং দর ছিল ২৫৬ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৭৮ টাকা ৪০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৪০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। এতে করে নর্দার্ন জুট ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৬.৯১ শতাংশ, আপিডিসি ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ৫.৪০ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৫.৪০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৫.২৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.২৪ শতাংশ, স্টাইল ক্রাফটের ৫.০৮ শতাংশ, তিতাস গ্যাসের ৫.০৫ শতাংশ, কপারটেকের ৪.৫৩ শতাংশ দর বেড়েছে।