হজের ব্যাপারে সবুজ সঙ্কেত মেলেনি

হজ প্যাকেজ

চলতি বছর হজের ব্যাপারে এখনো সবুজ সঙ্কেত মেলেনি। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে কিনা তা এখনো নিশ্চিত হয়নি।

বিষয়টি নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। রিয়াদ থেকে সবুজ সঙ্কেত পাওয়া গেলে এ ব্যাপারে বাংলাদেশে প্রস্তুতির কাজ শুরু হবে।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন। এসময় তিনি বলেন, আগামীতে সৌদি আরব থেকে কর্মকর্তারা ঢাকায় এসে সব হজযাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করবেন।

২০১৯ সালে অর্ধেক হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় হয়েছে। এতে হজযাত্রীদের হয়রানি কমবে বলে ঢাকা ও রিয়াদের কর্মকর্তারা মনে করেন।