বাংলাদেশে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

বিনিয়োগ করবে সৌদি
বাংলাদেশ-সৌদি আরবের জাতীয় পতাকা। ফাইল ছবি

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে। নতুন করে সৌদি আরব বাংলাদেশে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। সেই লক্ষ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত জায়ান্ট তেল কোম্পানি আরামকো, জ্বালানি খাতের আকুয়া পাওয়ারসহ ২২টি বড় কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে আসবেন।

রমজানের পরপরই সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ. আল-ফালিহ্ তাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ সফর করবেন। এ সময় বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন খাতে ১০টি চুক্তি ঝুলে আছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক আলোচনায় অংশ নিতে প্রিন্স ফয়সল বিন ফারহান আল সৌদ সম্প্রতি বাংলাদেশ সফর করেন।