শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিডি ল্যাম্পসের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে বিডি ল্যাম্পসের ক্লোজিং দর ছিল ৩২৪ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫৩ টাকায়। তারমানে আজ কোম্পানিটির শেয়ার দর ২৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। এতে করে বিডি ল্যাম্পস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : পেপার প্রসেসিংয়ের ৮.৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৮.৬৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.২৭ শতাংশ, লাফার্জ হোলসিমের ৭.১২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৬.৯৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.৬০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৪৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৫.৭৩ শতাংশ এবং বিডিকমের ৫.৪৮ শতাংশ দর বেড়েছে।