বিশ্ব স্বাধীনতা ঝুঁকির মুখে: বাইডেন

কড়া বার্তা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্ব স্বাধীনতা এখন ঝুঁকির মুখে। স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রামের অংশ হিসেবে ইউরোপে আমেরিকান সামরিক সৈন্য মোতায়েনকে স্বাগত জানিয়ে তিনি বলেন আপনাদের লড়াই গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।

শুক্রবার পোল্যান্ডে মার্কিন সেনাদের সফরের সময় প্রেসিডেন্ট মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন। খবর জানিয়েছে বিবিসি।

মিত্র দেশগুলোর সঙ্গে ইউরোপে এক সমাবেশে যোগ দিতে যাওযার সময় ইউক্রেনীয় সীমান্তের কাছে রেজেজোতে একটি বিমানঘাঁটিতে যাত্রাবিরতি করেন জো বাইডেন। সেখানে তাদের সঙ্গে মিলিত হন তিনি।