ব্লক মার্কেটে বিডিকমের নেতৃত্বে লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে তথ্য প্রযুক্তি খাতের বিডিকমের নেতৃত্বে লেনদেন শেষ হয়েছে। ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৯ লাখ ২৬ হাজার টাকার। এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ১৪ লাখ ৮৬ হাজার শেয়ার ৪১ টাকা দরে লেনদেন হয়েছে। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৮ শতাংশের বেশি।

উল্লেখ্য, এদিন পাবলিক মার্কেটে কোম্পানিটির ৩৮ লাখ ৩৬ হাজার শেয়ার ৪১ টাকা ৭০ পয়সা থেকে ৪০ টাকা ৯০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে মাত্র ৩ হাওলায় ১৪ লাখ ৮৬ হাজার শেয়ার লেনদেন হলেও পাবলিক মার্কেটে ১৯২৩ হাওলায় লেনদের হয়েছে ৩৮ লাখ ৩৬ হাজার শেয়ার।