ডিএসইর সিআরও হলেন খায়রুল বাশার

খায়রুল বাশার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন খায়রুল বাশার।

বিএসইসি সূত্রে জানা গেছে সিআরও পদে খায়রুশ বাশারের নাম কমিশন অনুমোদন করেছে।

বিষয়টি নিয়ে খায়রুল বাশার গণমাধ্যমকে  বলেন, ডিএসইর সিআরও হিসাবে আমাকে বিএসইসি অনুমোদন দিয়েছে বলে জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চিঠি হাতে পাইনি। এছাড়া নতুন দায়িত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুঁজিবাজারের জন্য ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টা করবো।

২০২১ সালের ১ নভেম্বর সিআরও পদ থেকে শওকত জাহান খান পদত্যাগের পর কমিশন থেকে অনুমোদনের পর নিয়োগের বিষয়ে প্রক্রিয়া শুরু করে ডিএসই। তারই ধারাবাহিকতায় খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে ডিএসইর পরিচালনা পর্ষদ অনুমোদন করে কমিশনে প্রস্তাব পাঠায়। পরে কমিশন তাকে সিআরও পদে নিয়োগের বিষয়টি অনুমোদন দেয়।