শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিকে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিডিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো দিন রোববার বিডিকমের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪১ টাকা ৪০ পয়সায়। তারমানে আজ কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডিকমের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : এনভয় টেক্সটাইলের ৯.৬০ শতাংশ, সোনারগাও টেক্সটাইলের ৮.৩৩ শতাংশ, ভিএফএস থ্রেডের ৮ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৫৯ শতাংশ, ফার কেমিক্যালের ৬.২৫ শতাংশ, এশিয়া টাইগার গ্রোথ ফান্ডের ৬.১২ শতাংশ, ন্যাশনাল টির ৫.৩৮ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫.০৫ শতাংশ এবং জিকিউ বলপেনের ৪.৮৪ শতাংশ দর বেড়েছে।