যে কোনো মুহূর্তে কিয়েভে চূড়ান্ত হামলা

কিয়েভে চূড়ান্ত হামলা

যে কোনো মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে চূড়ান্ত হামলা চালাতে পারে রাশিয়া। রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ঘিরে ফেলেছে শহরটির তিনদিক। কিয়েভসংলগ্ন বনাঞ্চল ও শহরগুলোতেও সেনারা ছড়িয়ে পড়েছেন।

কিয়েভের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি তারা অবস্থান নিয়েছেন। ২৪ ঘণ্টায় তারা কিয়েভের আরও তিন মাইল ভেতরে পৌঁছে গেছে। তবে কিয়েভ রক্ষায় ইউক্রেনের সেনারাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। গুরুত্বপূর্ণ রাস্তার পাশে পরিখা খনন ও সুরক্ষাব্যবস্থা স্থাপন করে তারাও দুর্গ গড়ে তুলেছেন।

এদিকে কিয়েভের পশ্চিমাঞ্চলে ইউক্রেন বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে রুশ সৈন্য বাহিনী। সেখানে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া শুক্রবার কিয়েভের চারপাশের শহরগুলোয় রুশ বিমানবাহিনী  রাতভর হামলা চালায়। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মারিউপোল বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে। তিনটি শহরের বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে যে কোনো মুহূর্তে চূড়ান্ত হামলা চালাতে পারে রাশিয়া। রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিয়েভের তিনদিক ঘিরে ফেলেছে। কিয়েভসংলগ্ন বনাঞ্চল ও শহরগুলোয় তারা ছড়িয়ে পড়েছেন।

কিয়েভের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি তারা অবস্থান নিয়েছেন। ২৪ ঘণ্টায় তারা কিয়েভের আরও তিন মাইল ভেতরে পৌঁছে গেছে। তবে কিয়েভ রক্ষায় ইউক্রেনের সেনারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। গুরুত্বপূর্ণ রাস্তার পাশে পরিখা খনন ও সুরক্ষাব্যবস্থা স্থাপন করে তারা দুর্গ গড়ে তুলেছেন।

কিয়েভের পশ্চিমাঞ্চলে ইউক্রেন বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী। সেখানে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া কিয়েভের চারপাশের শহরগুলোয় রুশ বিমানবাহিনী শুক্রবার রাতভর হামলা চালিয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মারিউপোল বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে। তিনটি শহরের বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।