বিশ্বের তেল সরবরাহকারী শীর্ষ ১০ দেশ

ইউক্রেনে রাশিয়ার হামলার জের ধরে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করছে। এতে করে ইউরোপের অধিকাংশ অঞ্চলেই তেল সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম। কারণ, ইউরোপে বেশিরভাগ তেল সরবরাহ হয় রাশিয়া থেকে।

রাশিয়া বিশ্বে তৃতীয় তেল সরবরাহকারী দেশ এবং ইউরোপের প্রথম। এমনকি শীর্ষ দশটি তেল সরবরাহকারী দেশের মধ্যে ইউরোপের একমাত্র প্রতিনিধি তারা। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্যমতে, এ তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। তারা দৈনিক ১৮.৬১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে। যা বিশ্বের মধ্যে ২০ শতাংশ।

দ্বিতীয় স্থানে এশিয়ার দেশ সৌদি আরব। তারা দৈনিক ১০.৮১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে। যা বিশ্বের মধ্যে ১২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা রাশিয়া দৈনিক ১০.৫০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে। যা বিশ্বের মধ্যে ১১ শতাংশ।

একনজরে বিশ্বের শীর্ষ দশ তেল সরবরাহকারী দেশ:

মার্কিন যুক্তরাষ্ট্র- ১৮.৬১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ২০ শতাংশ, সৌদি আরব- ১০.৮১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ১২ শতাংশ, রাশিয়া- ১০.৫০ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ১১ শতাংশ, কানাডা- ৫.২৩ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ৬ শতাংশ, চীন- ৪.৮৬ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ৫ শতাংশ,ইরাক- ৪.১৬ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ৪ শতাংশ, আরব আমিরাত- ৩.৭৮ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ৪ শতাংশ,ব্রাজিল- ৩.৭৭ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ৪ শতাংশ, ইরান- ৩.০১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ৩ শতাংশ, কুয়েত- ২.৭৫ মিলিয়ন ব্যারেল (দৈনিক)- ৩ শতাংশ