শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

হাজার কোটি

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৪০ কোটি ৭৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে শেয়ার হাতবদলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটির ২৯ কোটি ৭৭ লাখ ২৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এছাড়া শেয়ার হাতবদলে তৃতীয় স্থানে অবস্থান করছে ফরচুন সুজ। এদিন কোম্পানিটি ২৫ কোটি ৬৫ লাখ৭৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

শেয়ার হাতবদলে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, এককি পেস্টিসাইড, অগ্নি সিস্টেমস, লাফার্জ হোলসিম এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।