বুধবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার

আগ্রহের শীর্ষে

বুধবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নিটল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার নিটল ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ২০ পয়সা। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নিটল ইন্সুরেন্সের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফেডারেল ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, ডিবি থাই ফুডের ৯.৮৮ শতাংশ, বিডিকমের ৯.৮৫ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯.৬৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৯.৬৬ শতাংশ, ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৯.৫৭ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৯.৫৫ শতাংশ জেনেক্স ইনফোসিসের ৯.৪৪ শতাংশ।