ধারাবাহীক পতনে প্রথম ঘন্টায় ১১৮ পয়েন্ট সূচক উধাও

কোটি টাকা গায়েব

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও মূল্য সূচকের ধারাবাহীক  পতনে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘন্টায় প্রাধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৮ পয়েন্ট কমেছে। এই সময়ে ডিএসইতে ২২২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২৩ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকেরে পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।