ফোর্সড সেল আতঙ্কে বিনিয়োগকারীরা

ক্রমেই খারাপ হচ্ছে দেশের শেয়ারবাজার পরিস্থিতি। ক্রমাগত পতনের কারণে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ অনেক কমে গেছে। গেলো কয়েক সপ্তাহে অনেক শেয়ারের দাম ২০–২৫ শতাংশের বেশি কমে গেছে। এতে করে সবচেয়ে বেশি বিপদে ঋণ করে যারা বিনিয়োগ করেছেন তারা।

ঋণগ্রস্ত বিনিয়োগকারীরা লোকসানে শেয়ার বিক্রি করলে পুঁজি হারানোর ভয়ে রয়েছেন। বিনিয়োগকারীদের অনেকেই বলছেন, ঋণগ্রস্ত বিনিয়োগকারীরা এখন ফোর্সড সেল বা জোরপূর্বক বিক্রির আতঙ্কে রয়েছেন।

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের ফলে লেনদেনেও মন্দাভাব দেখা দিয়েছে। এতে হাজার কোটি টাকার বেশি লেনদেন এক সপ্তাহের ব্যবধানে সাড়ে ৬০০ কোটিতে নেমে এসেছে।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়ে ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয় ৩ হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ টাকা। সেই হিসাবে মোট ২৪২ কোটি ৬ লাখ টাকা বা ৬.০৭ শতাংশ লেনদেন কমেছে।

মোট লেনদেনের হার কমার কারণ, গত সপ্তাহের আগের সপ্তাহে শেয়ার বাজারে এক কার্যদিবস কম লেনদেন হয়। কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার।