জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স ২ বছর মেয়াদী করার দাবি ঢাবি অধ্যাপকের

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

দেশ সমাচার ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ বছর মেয়াদি বিএ, বিএসসি এবং বিকম ডিগ্রি চালু করার প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক, ড. কামরুল হাসান মামুন। ৪ বছর মেয়াদী অনার্স ও ১ বছরের মাস্টার্স কোর্সের পরিবর্তে এ ডিগ্রি চালু করার দাবি জানান তিনি।

জাতীয় বিশ্বেবিদ্যালয় থেকে অদক্ষ বেকার তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লক্ষ লক্ষ ছেলেমেয়ে ৪ বছরের অনার্স আর ১ বছরের সার্টিফিকেট পাচ্ছে- এর কি মূল্য আছে? আমাদের উচিত চিলো ২ বছরের বিএ, বিএসসি এবং বিকম ডিগ্রী চালূ করা। এতে তাদের মূল্যবান সময়ের অপচয় রোধ হবে।

ড. কামরুল হাসান মামুন আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ানোর মতো যোগ্য শিক্ষক ও উপযুক্ত পরিবেশের অভাব রয়েছে। তবে ২ বছরের ডিগ্রি পড়ানোর মানসম্পন্ন ভালো শিক্ষক রয়েছে প্রতিষ্ঠানগুলোতে। ২ বছরের ডিগ্রি চালু হলে তারা ডিগ্রি পাশ করে প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা পারবে। আর এ দুই বছরের ডিগ্রিতে যারা ভালো করবে, তাদের পরিবর্তিতে অনার্সের সুযোগ দেয়া হবে।