দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেন বহাল

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৮টির বা ৬৫.৬০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পদ্মা অয়েলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের কর্মদিবস বৃহস্পতিবার পদ্মা অয়েলের ক্লোজিং দর ছিল ২২৩ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৮ টাকা ৩০ পয়সায়। তারমানে আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৭০ পয়সা বা ৬.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে পদ্মা অয়েল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে রয়েছে।

এছাড়া দর পতনের শীর্ষ থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো : গ্লোবাল হেবি কেমিক্যালের ৬.৪৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৮৯ শতাংশ, আলিফ ই্ডাস্ট্রিজের ৫.৬২ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫.৬০ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৪৭ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫.২১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.১৯ শতাংশ এবং মেঘনা পেটের ৫.১০ শতাংশ দর কমেছে।