বেকাররা আজ অভিভাবকহীন: সর্বদলীয় ছাত্র-ঐক্য পরিষদ সমন্বয়ক

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সর্বদলীয় ছাত্র-ঐক্য পরিষদ।

সমাবেশে সর্বদলীয় ছাত্র-ঐক্য পরিষদ সমন্বয়ক ইমতিয়াজ হোসেন বলেন, দেশের যুব সমাজের কোনো অভিভাবক নেই, কেউই যুবকদের কথা বলেনা, কেউই তাদের নিয়ে ভাবেনা। বেকার যুবকদের সাথে পুলিশ যেভাবে আচরণ করছে, মনে হয় আমরা দেশের সর্বোচ্চ অপরাধী।

এসময়ও তারা সকল চাকরিতে বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ, চাকুরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ এবং একই সময়ে একাধিক পরীক্ষা নেয়া বন্ধ করার দাবি মেনে নেয়ার আহবান জানান বক্তারা।

এছাড়া গ্রেফতারকৃতদের মুক্তির জন্য থানায় গেলে তাদেরকে হয়রানীর শিকার হতে হয়েছে দাবি করে শিগগিরই তাদের দাবি মেনে নিয়ে আটককৃতদের মুক্তি দাবি করেন তারা।

সমাবেশে সংগঠনটির সমন্বয়কদের মধ্যে তাসলিমা লিমা, নিতাই সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।