এখন থেকে বুস্টার ডোজ পাবেন ৫০ বছর বয়সীরাও : স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসের বুস্টার ডোজ গ্রহণ করার ক্ষেত্রে বয়সসীমা ৫০ বছরে নামিয়ে আনা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনে এখন থেকে ৫০ বয়স থেকেই বুস্টার ডোজ দেয়া হবে। ফলে ৫০ বছর বয়সীরাও এখন থেকে বুস্টার ডোজ পাবেন।

এ পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দিয়েছি উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আরও বলেন, টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে, কিন্তু সংক্রমনের ঝুঁকি কমেনা। । আমাদের যা টিকা আছে এবং যা পাবো তাতে আমাদের জনগণের যতো টিকা প্রয়োজন, তার বেশি টিকা আমাদের হাতে আছে।