উন্নয়নের প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপ্রতি

রাষ্ট্রপ্রতি মো: আব্দুল হামিদ গণতন্ত্র, আইনের শাসন এবং উন্নয়নের প্রশ্নে দল-মত-নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন।

আজ রবিবার (১৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশন এবং ২০২২ সালের প্রথম অধিবেশনে সংসদে ভাষণদানকালে এ আহবান জানান।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। বিগত দেড় দশকে সরকারের উন্নয়ন কার‌্যক্রম ক্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারি ব্যয় বৃদ্ধি পেয়েছে । এসময় তিনি সকল সরকারি অর্থের অপচয় রোধপূর্বক প্রকল্প সংশ্লিষ্ট সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করার তাগিদ দেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ উল্লেখ রাষ্ট্রপ্রতি তার ভাষণে অর্থনীতি, বাণিজ্য-বিনিয়োগ, খাদ্য-কৃষি, পরিবেশ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, বিদ্যূৎ, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়, গ্রামীণ উন্নয়ন, ক্রীড়া ও যুব উন্নয়ন, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি এবং আইসিটিসহ বিভিন্ন খাতে সরকারের কর্মকান্ড ও অর্জনের সারসংক্ষেপ তুলে ধরেন।

সূত্র: বাসস