শেয়ার বাজারের চাঙ্গাভাবে পোর্টফোলিওতে যোগ হচ্ছে নতুন নতুন শেয়ার

বোনাস পাঠিয়েছে

মাজহারুল আলম : শেয়ার বাজারের বর্তমান অবস্থা বিনিয়োগকারীদের আশাব্যঞ্জক করে তুলেছে। কারণ গেলো বছরে শেয়ারবাজারের উল্টো চিত্র দেখে অনেকে মূলধনের আশাই ছেড়ে দিয়েছেন। গত ৩ মাস শেয়ারবাজারে মূল্য সূচকের অবস্থান যেমন উঠানামা করেছে তেমনি লেনদেনও একই অবস্থা দেখা যায়।

নতুন বছর শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে তা বিনিয়োগকারীদের কাছে ছিল স্বপ্নের মতো, সেই স্বপ্নই যেন সত্যি হলো। নতুন বছরের শুরুর দিনই চমক দেখল বিনিয়োগকারীরা। এখনও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে শেয়ারবাজারে। তাই এ অগ্রগামীতায় নতুন করে শেয়ার কিনতে শুরু করল বিনিয়োগকারীরা। চলতি মাস থেকেই শেয়ার শূণ্য থাকা বিও হিসাবের সংখ্যা কমতে শুরু করেছে।

সিডিবিএল সূত্র মতে, গেলো মাসের শেষ দিন পর্যন্ত বিও হিসাব ছিল ৫ লাখ ১৩ হাজার ৬১৩টিতে। নতুুন বছরের চলতি মাসে এসে দাঁড়ায় ৪ লাখ ৪৩ হাজার ৮৩টিতে। তারমানে ১ মাসেরে ব্যবধানে শেয়ার শূণ্য হিসেব কমল ৭০ হাজার ৫৪৮টি।

প্রসঙ্গত, গত মাসে শেয়ার শূণ্য বিও হিসেব বৃদ্ধি পেয়েছিল ৮৬ হাজার। এর আগের মাসে বিও হিসাব ছিল ৪ লাখ ২৭ হাজার ৪৯৪ টি। নতুন বছরে শেয়ারবাজারে চাঙ্গাভাব ফেরায় চলতি মাসের ১৩ কর্মদিবসে বিও হিসাবের ৭০ হাজার বিওধারী নতুন করে শেয়ার ক্রয় করতে শুরু করেছে।

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, সার্বিকভাবে শেয়ারবাজারের অবস্থান খুবই ইতিবাচক অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরাসহ সবার আস্থা ফিরেছে শেষয়ারবাজারের প্রতি এবং পোর্টফোলিওতে যোগ হচ্ছে নতুন নতুন শেয়ার। এ অবস্থা চলমান থাকলে শেয়ারবাজার আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে মনে করছেন বাজার বিশ্লেষকরা।