রবিবার ‘ফ্রি কল টু গার্ডিয়ান’ সহায়তা পাবে নটরডেমে ভর্তিচ্ছুরা

নটরডেম কলেজ

রবিবার (১৬ জানুয়ারি) নটরডেম কলেজের একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগে ভর্তিচ্ছুদের  ‘ফ্রি কল টু গার্ডিয়ান’ সহায়তা দেবে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় তারা এ সেবা পাবেন। ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা এ সেবা দিবেন বলে জানা গেছে।

বিষয়টি দেশ সমাচারকে নিশ্চিত করেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম। পৃথক পৃথক বার্তায় তারা এ ঘোষণা দেন।

উল্লেখ্য, শনিবার (১৫ জানুয়ারি) ভর্তি পরীক্ষায় শত শত শিক্ষার্থী পরীক্ষার হল থেকে বের হয়ে অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়ের মধ্যে পড়ে যান এবং সাংবাদিক, গাড়ির চালকসহ নানা পেশার মানুষদের থেকে মোবাইল ফোন নিয়ে তাদের অভিভাবককে খুঁজে বের করেন। যার ফলে অনেকের বাসায় ফিরতেও দেরি হয়ে যায়।এসময় তাদের মাঝে বিব্রতকর অবস্থা লক্ষ্য করা যায়।