পুলিশ-হেফাজত সংঘর্ষে কণ্ঠ হারালেন কাবিলা

কাবিলা

বাংলা চলচ্চিত্র ও কমেডি জগতের জনপ্রিয় অভিনেতা নজরুল ইসলাম শামীম। কাবিলা ছদ্মনামেই অভিনেতা ও ভিলেন উভয় চরিত্রেই খুব দর্শকপ্রিয় হন তিনি। এছাড়া তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষাও সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পায়।

তবে ১৯৮৮ সাল থেকে বাংলা সিনেমায় ধারাবাহিকভাবে বিদ্যমান কাবিলার কণ্ঠ আর শোনা যাবে না! দীর্ঘদিন ধরে গলার সমস্যায় ভুগে হারিয়েছেন কথা বলার শক্তি, এমনকি কথা বলার আশাও ছেড়ে দিয়েছেন কাবিলা।

২০১৩ সালের ৫মে হেফাজত-পুলিশ সংঘর্ষে গলায় রাবার বুলেট বিদ্ধ হন কাবিলা। কাবিলা সেদিন সকাল বেলায় হাঁটতে বের হয়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম দিকে কাবিলার তেমন সমস্যা অনুভব হয়নি। কিন্ত ধীরে ধীরে এতে গলার ভেতরে ঘা হয়ে যায় এবং সে ঘা একসময় ক্যান্সারে রুপ নেয়।

দেশের চিকিৎসার পর ব্যাংককেও চিকিৎসা নেন কাবিলা। কাবিলা দেশ সমাচারকে জানান, ক্যান্সারের কারণে গলার একটা অংশ (কর্ড) কেটে ফেলতে হয়। যার ফলে আমি কথা বলার শক্তি হারাই। আমি মোবাইল ফোন ব্যবহার করছি না। আমি আশা ছেড়ে দিয়েছি। তবে আল্লাহ আমার কণ্ঠ ফিরিয়ে দিলে কথা বলতে পারব আমি।