আমান গ্রুপের পরিচালক ও নিরীক্ষককে জরিমানা

আমান কটন

সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে আমান কটন ফাইবার্সের সকল পরিচালককে তিন কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। তবে স্বতন্ত্র ও মনোনীত পরিচালকগণ এ জরিমানার অন্তর্ভুক্ত করা হয়নি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (বিএসইসি) ৮০৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অর্থসূত্রের প্রকাশিত খবরে জানা যায়, প্রত্যেক পরিচালককে জরিমানা ছাড়াও ৭৩ কোটি টাকা স্থায়ী আমানাতের Lien বাতিল করে সাত দিনের মধ্যে কমিশনকে অবহিত করবে- এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আমান কটনের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কোং (চাটার্ড অ্যাকাউনটেন্টস)কে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার জন্য ১০ লাখ টাকা জরিমানাও করা হয়।