দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যবিদস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠনগুলোর মধ্যে ২৪৩টির (৬৪.২৮ শতাংশ) শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবেচেয়ে বেশি কমেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের

আগের কার্যদিবস মঙ্গলবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্লোজিং দর ছিল ১২৭.২০ টাকা। তবে আজ লেনদেন শেষে এর ক্লোজিং রেট ১১৪.৫০টাকায় পৌঁছায়। কোম্পানিটির শেয়ার ৮০ পয়সা (৬.৮৯ শতাংশ) কমে দরপতনের শীর্ষে উঠে আসে ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দুলামিয়া কটনের ৭.৭৩শতাংশ, ডেসকোর ৭.৬৯ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.৫৭ শতাংশ, পাওয়ার গ্রিডের ৬.৩৬ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৬.০১ শতাংশ , ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.৯৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫.৭১ শতাংশ, এটলাস বাংলাদেশের ৫.১৯ শতাংশ, পেনিনসুলার ৫.০৮ শতাংশ দর কমেছে।
তথ্যসূত্র: সানবিডি