৬ কোম্পানির শেয়ার সোনার হরিণ

holted

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বিক্রেতা শূণ্য হয়ে যেন সোনার হরিণে পরিণত হয়েছে। কোম্পানিগুলো হলো:  তিতাস গ্যাস, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং করপোরেশন, উসমানিয়া গ্লাস এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

আজ মঙ্গলবার, (১১ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। তবে এসব কোম্পানির শেয়ার সর্বোচ্চ দরেও পাওয়া যাচ্ছে না। যে কারণে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : 

  • তিতাস গ্যাস :  আজ কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৬০ পয়সায়। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শসহ হল্টেড হয়ে যায়।
  • ইস্টার্ন ক্যাবলস : আজ কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৮০ পয়সায়। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শসহ হল্টেড হয়ে যায়।
  • ন্যাশনাল টিউবস : আজ কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা ৪০ পয়সায়। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শসহ হল্টেড হয়ে যায়।
  • বাংলাদেশ শিপিং করপোরেশন : আজ কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৭ টাকা ২০ পয়সায়। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শসহ হল্টেড হয়ে যায়।
  • উসমানিয়া গ্লাস : আজ কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকা ১০ পয়সায়। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শসহ হল্টেড হয়ে যায়।
  • ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : আজ কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৮ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকা ৮০ পয়সায়। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শসহ হল্টেড হয়ে যায়।