সর্বোচ্চ দরে ৪ কোম্পানির শেয়ার নিয়ে টানাটানি

holted

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার সর্বোচ্চ দরেও মিলছেনা। কোম্পানিগুলো হলো : পপুলার লাইফ ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড এবং বসুন্ধরা পেপার মিল।

আজ সোমবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টা পর্যন্ত এসব শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : 

  • পপুলার লাইফ ইন্স্যুরেন্সের : এদিন বেলা সোয়া ১১টায় এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকা ২০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়েছে।
  • ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : এদিন বেলা সোয়া ১১টায় এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়েছে।
  • ইনফরশেন সার্ভিসেস লিমিটেড : এদিন বেলা সোয়া ১১টায় এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়েছে।
  • বসুন্ধরা পেপার মিল : এদিন বেলা সোয়া ১১টায় এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়েছে।