ঐতিহাসিক জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা

ঐতিহাসিক জয় পেল টাইগাররা

ঘরের মাঠে কিউইদের কাছে জয়ের স্বাদ পেলেও নিউজিল্যান্ডের মাটিতে তা অধরা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। নতুন বছরের শুরুতে সেই ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়ে গেল টাইগাররা।

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম, সাকিব, মাহমুদুল্লাহ দলে নেই । তারপরও তারুণ্যের কাছে নতি স্বীকার করল ব্ল্যাক ক্যাপস। বিশ্বজুড়ে প্রংসয়ায় ভাসছে টাইগাররা। দলের সঙ্গে না থাকলেও ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানাতে ভুলেননি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন।’ ‘বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!’

তামিম আরও বলেন, ‘সবচেয়ে ভালোলাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। এবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।’

আলাদা করে মুমিনুলকে প্রশংসায় ভাসালেন তামিম। তিনি বলেন, ‘আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, আমরা পারি, আমরা অবশ্যই পারি।

‘বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’

পারিবারিক কারণে দলের সাথে নেই সাকিব তবে দলকে সবার আগে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন এই বাঁহাতি।

টুইট করে সাকিব লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’ টাইগারদের অভিনন্দন জানাতে পিছিয়ে নেই বিদেশি ক্রিকেটাররাও।

টেস্ট স্পেশালিষ্ট হিসেবে পরিচিত সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ টুইটারে লেখেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’

সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন টুইট করে লিখেন, ‘অসাধারণ বাংলাদেশ।’ সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের লেখেন, ‘খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।’

শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্ন তার টুইটে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছো।’

সাবেক কিউই পেইসার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন টুইট করেন, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরি মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সা‌বেক আই‌সি‌সি সভাপ‌তি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ আরও অনেকে।