শেয়ারবাজার উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা করা হবে : বিএসইসি’র চেয়ারম্যান

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনারদের সাথে সৌজন্য সাক্ষাত করেছে। শেয়ারবাজার উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন বিএসইসি’র চেয়ারম্যান।

অনুষ্ঠানে স্মলক্যাপ উন্নয়ন, শেয়ারবাজারে ভালো মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তিকরণ, কর্পোরেট করহার ও শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গেলো রোববার (২ জানুয়ারি) দুপুরে সৌজন্য সাক্ষাতে বিএমববিএর সদস্যরা বিএসইসির সাথে এসব বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিএমবিএর নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি  মোঃ ছায়েদুর রহমান, প্রথম সহ-সভাপতি অসিত কুমার চক্রর্বতী, দ্বিতীয় সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, মহা-সচিব মোঃ রিয়াদ মতিন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহিম।

এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ওবায়দুর রহমান, মাহবুব এইচ মজুমদার, এফসিএমএ, মোঃ হামদুল ইসলাম,  নূর আহামেদ,   মীর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এর সভাপতি জনাব  মোঃ ছায়েদুর রহমান শেয়ারবাজার উন্নয়নে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান ও কমিশনারা শেয়ারবাজার উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। এছাড়াও বাজারে নতুন নতুন বিনিয়োগকারী বৃদ্ধি করার জন্য মার্চেন্ট ব্যাংক সহ অন্যান্য স্টেকহোল্ডারদের আরো অধিক কার্যকর ভূমিকা পালনের আহবান জানান। অনুষ্ঠান শেষে বিএমবিএর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে নতুন বছরের শুভে”ছা জানান।