দর পতনের শীর্ষে সোনালী পেপার

সোনালী পেপার

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রোববার টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ৫৯ টাকা ৯০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ৮৯৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৮২৪ বারে ২ লাখ ৭৮ হাজার  ৮৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৪৭ লাখ ২ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এটলাস বাংলাদেশের ৭ টাকা ৮০ পয়সা বা ৬.২১ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের দর ৫ টাকা ৫০ পয়সা বা ৪.৭৮ শতাংশ কমেছে।

আরো পড়ুন : জানুয়ারীতে ফরম পূরণ, পরের মাসেই হবে ফাইনাল পরীক্ষা

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো  হচ্ছে- বিডি মনোস্পুল, রিলায়েন্স ইন্স্যুরেন্স ওয়ান, কে অ্যান্ড কিউ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাটা সু, ব্যাংক এশিয়া ও ন্যাশনাল টিউবস লিমিটেড।