সিআইপি পদক পেলেন কল্লোল আহমদ ও তার সহধর্মিনী মারুফা আহমেদ

Kallol Ahmad

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিমিয়াম ফিশ এন্ড এ্যাগ্রো ইন্ড্রাজটিজ লিমিটেডের চেয়ারম্যান কল্লোল আহমদ এবং তার স্ত্রী মারুফা আহমেদ। ২০১৯ সালে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে কল্লোল আহমেদ এবং তার সহধর্মনী মারুফা আহমেদকে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানি কারক অনিবাসি বাংলাদেশি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পদকও সনদ হস্তান্তর করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ।

আজ শনিবার ১৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তজার্তিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মননা প্রদান করা হয়। মারুফা আহমদের পক্ষে তাঁর ভাই এনআরবি ব্যাংকের পরিচালক ও মেসার্স মোঃ জামিল ইকবাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহেদ ইকবাল সনদ ও ক্রেস্ট গ্রহন করেন।

পরপর দ্বিতীয় বার উক্ত দম্পতি সিআইপি পদক পেলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি।