৮ মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু

ইরানে মৃতের সংখ্যা ২৪০০

প্রায় ৮ মাসের মধ্য দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭৫২ জনের। করোনা শনাক্তের হার ১.৮৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০টি।

শনিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সর্বনিম্ন ৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২৯৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬৫ হাজার ১১৭ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।