৪ দেশের রাষ্ট্রদূত সেন্টমার্টিন ভ্রমনে

টেকনাফ প্রতিনিধি।

৪ দেশের রাষ্ট্রদূতসহ ১২ জনের একটি প্রতিনিধি দল ভ্রমনে আসেন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে । গতকাল ৮ নভেম্বর সকাল ১১ টায় টেকনাফ স্থল বন্দর থেকে কোষ্ট গার্ডের মেটালস সার্ক যুগে সেন্টমার্টিন দ্বীপে পৌছলে তাদেরকে অভ্যর্থনা জানান সেন্টমার্টিন কোষ্ট গার্ড ইনচার্জ লেঃ কমান্ডার তারেক,নৌবাহিনীর ইনচার্জ লেঃ সাইফুল, পুলিশ ফাড়ীর ইনচার্জ সাইফুল, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমেদ।

উক্ত প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ মার্কিন যুক্ত রাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রু এবং জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকিসহ ১২ সদস্যের একটি প্রতিনিধিন দল।

এসময় তারা সেন্টমার্টন দ্বীপে অবস্থিত হুমায়ন আহমদের রিসোর্ট সমুদ্র বিলাস পরিদর্শন এবং বাংলাদেশ নৌবাহিনীর রিসোর্ট কোরাল ভিউতে জলবায়ু পরিবর্তন নিয়ে জরুরী বৈঠক করেন। জানা যায় উক্ত প্রতিনিধি দলটি ৮ নভেম্বর সেন্টমার্টিন সফর শেষে বিকাল ৩ টায় সেন্টমার্টিন ত্যাগ করেন, এর পরে তারা বিশ্বের বৃহত্তম শরনার্থী শিবির পরিদর্শন করবেন।