৪ দিনের রিমান্ডে মেহজাবিন

বাবা-মা ও বোনকে হত্যার ঘটনায় রাজধানীর কদমতলীতে আটক মেহজাবিন মুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকালে বড় মেয়ে মেহজাবিন মুন ও তার স্বামী শফিকুল ইসলামকে আসামি করে কদমতলী থানায় মামলা করে পুলিশ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন।

পুলিশ জানায়, মেয়েদেরকে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করার ক্ষোভ থেকেই রাজধানীর কদমতলীততে মা বাবা ও বোনকে হত্যা করে বড় মেয়ে মেহজাবিন। প্রথমে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মেহজাবিন। এরপরে ৩ জনকে শ্বাসরোধ করে হত্যা করে।

এর আগে শনিবার কদমতলীর উত্তর মুরাদপুরে বাবা-মা ও বোনকে হত্যা করে ট্রিপল নাইনে ফোন দিয়ে নিজেই পুলিশকে খুনের কথা জানিয়েছিল মুন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মেহজাবিনের স্বামী ও শিশু কন্যাকে। পুলিশের ধারণা, নারীঘটিত ও সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।