১৭ দিনেও পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন উদ্ধার হয়নি

রিজার্ভ নিয়ে রাজনীতি

দীর্ঘ ১৭ দিন পার হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোন। সেই সঙ্গে গ্রপ্তারও করা যায়নি ছিনতাইকারীকে। ফোন উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের পর এখন পর্যন্ত পরিকল্পনামন্ত্রীর ফোন বেশ কয়েকবার হাতবদল হয়েছে। ছিনতাইয়ের পর প্রথমে এক দোকানে ১০ হাজার টাকায় বিক্রি করা হয় ফোনটি। এরপর সেই দোকান থেকে কোনো এক ক্রেতা ২৫-৩০ হাজার টাকায় ফোনটি কিনেছেন। কিন্তু ওই ক্রেতা এখনো পর্যন্ত ফোনটিতে সিমকার্ড চালু না করায় ফোনটির অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ।

বুধবার (১৬ জুন) এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিএম ফরিদুল আলম সংবাদমাধ্যমকে বলেন, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আইফোন উদ্ধার করেছি। কিন্তু এর মধ্যে একটিও পরিকল্পনামন্ত্রীর ফোন ছিল না। এখন আমাদের লক্ষ্য ছিনতাইকারীকে গ্রেপ্তার করা। কারণ, তাকে গ্রেপ্তার করলে ফোনটি সবশেষ কার কাছে গেছে সেটা জানা যাবে। এ জন্য ছিনতাইকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গত ৩০ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণি সিগন্যালে আটকা পড়ে মন্ত্রী। সে সময় মন্ত্রী গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলছিলেন। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই হুট করে কেউ একজন মোবাইল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওইদিনই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ডিএমপির কাফরুল থানায় একটি মামলা করেন।

আরও পড়ুনঃ- বিয়ে করলেন রেলমন্ত্রী